ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পূর্বঘোষিত এই সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছিলেন, বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গিয়েছিলো, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষত সিলেট অঞ্চলে চলমান ভ্যাবহ বন্যা পরিস্থিতি নিয়েও ক্সনবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রী সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। হেলিকপ্টারে বন্যা পরস্থিতি পর্যবেক্ষণের পর সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নেন তিনি।