ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তা পানির দিকে আগ্রহ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা রয়েছে। মুক্তা পানি তৈরিতে টঙ্গীতে অবস্থিত এই মৈত্রী শিল্পের অবদান প্রচার এবং প্রসার হলে যে আর্থিক লাভ হবে তার সবটুকুই প্রতিবন্ধীরা ভোগ করবে। প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, সকল দিক প্রধানমন্ত্রীসহ উনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দেখছেন। তারই ধারাবাহিকতায় আজকে টঙ্গীতে এত বড় একটি প্রতিষ্ঠান হতে পেরেছে।
শনিবার (১২ নভেম্বর) গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের মুক্তা ড্রিংকিং ওয়াটার অটো মেশিন প্ল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালক সেলিম খান।
এসময় উপস্থিত ছিলেন, মৈত্রী শিল্পের মহসিন আহমেদ, ইআরসিপিএস এর ডিডি ফখরুল আলম, গাজীপুর জেলার সমাজ সেবা অফিসার আনোয়ারুল করিম, টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম প্রমুখ।