ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া বলেছেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বাংলাদেশীদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন এবং দেশের শাসন ব্যবস্থার ওপর নির্ভর করছে সমৃদ্ধ একটি ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র অব্যাহত সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য উন্মুখ, যেখানে বাংলাদেশের সকল মানুষ উন্নতি করতে পারে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোনেমের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।
তিনিস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সরকারের একাধিক মন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচনের আগে বড় দুই দলের মধ্যে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে এই মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ। আমরা সবাই সংলাপের পক্ষে যেখানে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।