ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে রুবেল দাশ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) আনুমানিক রাত সাড়ে ৮ টায় টঙ্গী পশ্চিম থানাধীন. গুটিয়া এলাকা সাকিনস্থ নর্থ টাউন আবাসিক প্রকল্পে প্রবেশ করার মেইন গেইট এর উত্তর পাশে রাস্তায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক কারবারি রুবেল দাশকে গ্রেপ্তার করে।
এসময় গ্রেপ্তারকৃত রুবেল দাস এর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ১৫,০০০ টাকা। এবিষয়ে মধু পাইনা মামলার অজু হয়েছে (মামলা নাম্বার ০৯, তারিখ-০৩/০৮/২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, রুবেল দাস ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত টঙ্গী ও আশপাশের এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।