ধূমকেতু প্রতিবেদক, শেখ রাজীব হাসান, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে নিপ্পন গার্মেন্টস ইন্ডাষ্ট্রি লিমিটেডে কর্মরত ফিনিশিং ম্যানেজার বাদলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী অভিযোগে উল্ল্যেখ করেন, আমি গত ৪ বছর যাবৎ ফিনিশং সহকারী পদে টঙ্গীর আউচপাড়া এলাকার নিপ্পন গার্মেন্টেস ইন্ডাষ্ট্রি লিমিটেড চাকুরী করে আসছি। গত ১২ সেপ্টেম্বর ফিনিশং ম্যানেজার বাদল (৪০), আমাকে বলে যে, “আমার সাথে এক রাত কাটালে আমি তোমাকে লাইন সুপারভাইজার বানাবো” এই বলে আমাকে প্রলোভন ও প্রতিশ্রুতি দেয়। এছাড়াও সে আমাকে একাধিক বার এ ধরনের প্রস্তাব প্রদান করে। এই বিষয়ে আমি ফ্যাক্টরীর এ্যাডমিন আব্দুর রহিম (৪০) কে গত ১৪ সেপ্টেম্বর লিখিত ভাবে অবগত করলে সে সুষ্ঠু বিচার করবে বলে আমাকে আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর আমাকে ফিনিশিং থেকে সুইংয়ে ট্রান্সফার করে ফ্যাক্টরীর এ্যাডমিন আব্দুর রহিম বলেন, এইটা তোমার প্রাথমিক সুবিচার। এ ঘটনায় ভোক্তভোগী ওই নারী নিরাপত্তাহীনতায় ভোগতেছে বলে জানান।
এ বিষয়ে ফ্যাক্টরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে ও অভিযুক্ত ফিনিশিং ম্যানেজার বাদলের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
এ ঘটনায় ফ্যাক্টরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম এর সাথে কথা বললে তিনি জানান, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, ভুক্তভোগী ও নারী জানিয়েছেন, অভিযোগ করার পর ৩দিন অতিবাহিত হওয়ার পরেও থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফ্যাক্টরির স্যারেরা আমাকে অভিযোগ তুলে নিয়ে ছিড়ে ফেলার জন্য চাপ সৃষ্টি করছে। ম্যানেজার বাদল এর আগেও বহুবার এমন ঘটনা অনেকের সাথে ঘটিয়েছে। মান সম্মান ও চাকরীর ভয়ে কেউ কখনো মুখ খোলার সাহস পায়না।
টঙ্গী পশ্চিম থানার এসআই শরিফ জানান, ভোক্তভোগী নারীর অভিযোগটি আমার কাছে আসছে। উক্ত বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। দ্রæত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।