ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
মুগদার বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিয়া ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে।
বৃহস্পতিবার তাদের দুজনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও ও পরিবারকল্যাণ বিভাগ।আগামী ১ জানুয়ারি থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।
অধ্যাপক ডা. টিটো মিয়া মুগদা মেডিকেলে যোগ দেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।
অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন তিনি।