ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ২৪ দিন পর আজ থেকে সারাদেশে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল।
দীর্ঘদিন পর ট্রেন চালাচল শুরু হওয়ায় যাত্রীরা খুশি।
আজ সকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে পৌঁছে ৬টা ৪০ মিনিটে। এরপর জয়দেবপুর থেকে এই ট্রেনটি দেওয়ানগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যায়।
অপরদিকে, তুরাগ ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ৭টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জয়দেবপুর রেল জংশন এর কর্তব্যরত স্টেশন মাস্টার।
এর আগে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান গত ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew