ধূমকেতু নিউজ ডেস্ক : চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকনোমিক ইউনিট কর্তৃক আয়োজিত সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০ উপলক্ষে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিব বলেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে আউট অব পকেট এক্সপেন্ডিচারের ফলে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যায়।
কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয়- এমন প্রশ্ন তুলে সচিব বলেন, বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে ও করনীয় ঠিক করতে হবে।
তিনি বলেন, দেশে ৬১০টি সরকারি হাসপাতাল আছে। ৯০ হাজারেরও বেশি চিকিৎসক আছে। লাগলে আরও লোকবল বৃদ্ধি করা হবে। কিন্তু চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করতে হবে। চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে। এটি হতে দেয়া যাবে না।
স্বাস্থ্যখাতের উন্নয়নে এখন ৪৯টি প্রজেক্টে কাজ চলমান রয়েছে বলে জানান সচিব। এগুলোতে মানুষের চিকিৎসা নিতে বিদেশমুখিতা কমানোর জন্য যথোপযুক্ত উদ্যোগ রাখা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।