ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার
এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভু ভিসিটি ওকেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করে সরকার।