ধূমকেতু নিউজ ডেস্ক : সংসদ সদস্যদের মধ্যে মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকাল ১০টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কেন্দ্রে এ টিকা নেন তিনি।
এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন প্রতিমন্ত্রী। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় রেস্ট নেন।
টিকা নেওয়ার পরে মন্ত্রী বলেন, টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে বিধায় সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য হিসেবে টিকা নিয়েছি।
এছাড়া সচিবদের মধ্যে স্বাস্ব্য সচিব আব্দুল মান্নান প্রথম টিকা নিয়েছেন।
এদিকে টিকাদানের পর পর্যবেক্ষণ শেষে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হবে। তবে, পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদের টিকা দেয়া হবে না।
এর আগে বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।