ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন মো. হানিফ (৪৫) ও মো. তমাল হোসেন (৩০)। তারা দুজনই নারায়ণগঞ্জের বাসিন্দা।
সোমবার (২৯ মার্চ) রাতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করত। সেগুলো তারা পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।