ধূমকেতু নিউজ ডেস্ক : সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। একই সঙ্গে হামলায় প্ররোচণার অভিযোগে এক বক্তাকেও গ্রেপ্তার করাহয়।
হামলায় প্ররোচণার অভিযোগে গ্রেপ্তার বক্তার নাম আলী হাসান ওসামা। রাজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তবে গ্রেপ্তার অপরজনের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ কথা জানান।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল বুধবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
এ ব্যাপারে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।