ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী উপ-সচিব আবুল খায়ের মোহাম্মদ মারুফ হাসানের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আজ উপসচিব মারুফ হাসানের স্ত্রী ফাতেমা নাহারীন নীরা এবং মাতা মাহফুজা আক্তার বানুর নামে এই অর্থের দুটি আলাদা পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন।
ফাতেমা নাহারীন নীরা তার নামে দেয়া ২০ লক্ষ টাকার এবং মাহফুজা আক্তার বানুর নামে দেয়া ৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয় পত্র দুটি গ্রহণ করেন।
প্রয়াত উপসচিব মারুফ হাসানের গৃহিণী স্ত্রী, ছোট দুই সন্তান এবং বৃদ্ধা মায়ের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে পারিবারিক সঞ্চয় পত্র দেয়া হয়।
বিসিএস ২২ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মারুফ হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ইন্তেকাল করেন।