ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ধ্বংসস্তুপ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।
দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হারুন। আজ বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকালের দিকে ধ্বংসস্তুপ সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, হারুনের মরদেহ উদ্ধারের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের দিনই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই।