ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। নিহত জাবেদ হোসেন (২৫) লক্ষীপুর জেলার চরনিয়ামত গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট নাজমূল জানান, শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে অপর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সামনে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং গাড়ি দু’টি জব্দ করে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই লেনের উভয় পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পরে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।