ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পরিচ্ছন্নতাকর্মী দগ্ধ হয়েছেন।
রোববার ব্লু-বার্ড থাই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন- আব্দুল কাইয়ুম (২০) ও মো. ফয়সাল হোসেন (১৭)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতের সহকর্মীরা জানান, তারা ফ্লোর পরিষ্কার করছিলেন। তখন দ্বিতীয় তলার দুটি এসি বিস্ফোরণ হয়। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
বিস্ফোরণে রেস্টুরেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রেস্টুরেন্টটির ম্যানেজার দীপু।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে ফয়সালের শরীরের ২৮ শতাংশ ও কাইয়ুমের শরীরের ৯৬ শতাংশ পুড়ে গেছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
দক্ষিণখান থানার এসআই মো. রাশেদ মিয়া বলেন, ফয়সালের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায় আর কাইয়ুমের বাড়ি বরিশালে। তারা সেখানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। রেস্টুরেন্টটিতে দুটি ৫ টনের এসি বিস্ফোরণ হয়। এতে সেখানকার ইন্টেরিয়র ডেকোরেশন ও গ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।