ধূমকেতু নিউজ ডেস্ক : জেল হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পর নেপথ্যের কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্বশূন্য করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কালো ছায়াঘেরা সেই দিনে জাতি হারিয়েছিল চার সোনালি সন্তানকে। চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী- ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মম হত্যার শিকার হন তারা।