ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুরের মাওনার মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।