ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসে সরকারি সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তার এই সফর করার কথা রয়েছে। এই সফরে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
পরারাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নভেম্বরের শেষ সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপ সফর করে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আলোচনা হয়। চলতি বছরের মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহ ঢাকা সফর করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় পার্শ্ববৈঠক করেন দুই নেতা। এসব বৈঠকে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানানো হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত মার্চে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তখন মালদ্বীপ ও নেপালের রাষ্ট্রপতি এবং ভারত, ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা সফর করেন।