ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে। একদিনে মৃতদের মধ্যে ঢাকারই পাঁচজন, একজন ময়মনসিংহের। বাকি ছয় বিভাগে মৃত্যু নেই।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।
রোববার সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের দিন শনিবার সারাদেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছিলো আরও ১৭৬ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। গত একদিনে মৃত ছয় জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
এছাড়া গত একদিনে ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ।