ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- রেলেওয়ের সাবেক প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ও রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর মো. আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (সদর পূর্ব) তাকি আল যাওয়াদ, রেলওয়ের এফএ অ্যান্ড সিএও-ই কামরুন নাহার, বাংলাদেশ রেলওয়ের এসএসএই/ইলেক/টিএল শাহ আলম, এসএসএই/ইলেক পাহাড়তলী আবুল কালাম আজাদ ও মেসার্স চৌধুরী অর্নব অ্যাসোসিয়েটসের মালিক চৌধুরী শরাফাত করিম।
আসামিদের বিরুদ্ধে মালামাল না কিনে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। মামলা নম্বর ৩২।
জানা গেছে, আসামিরা সাপ্লাই অফ ফেজ ৪০০ ভোল্ট কন্ডেন্সার মটর ফর চায়না এসি কোচেস আন্ডার জুরিডিকশ্ন অফ এসএসএই/ টিএল/ সিটিজি প্রকল্পে মালামাল ক্রয়ের নামে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক।