IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বানজুমার দিন ভীত থাকেন ফেরেশতারাও‘গাজায় ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল’চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরনে ইউপি চেয়ারম্যান সহ আহত ৫বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ কিনতে চায় চীনজুলাই আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা কার্যকর মার্চ থেকে‘মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে’মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল সম্পাদক মোয়াজ্জেমবেরোবি ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ডভারত থেকে এলো ১০ হাজার ৫০০ টন চাল‘২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি, রিফাত রশীদের পদত্যাগ’শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে আহ্বায়ক নাহিদ সদস্য সচিব আখতারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভারহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনামোহনপুরে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়।

এতে লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ছিল। এতে যোগ দিতে মিছিল নিয়ে আসেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাবির কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর ঢাকা কলেজ ছাত্রলীগের একটা মিছিল জসীম উদদীন হলের দাঁড়ানোর জায়গায় চলে আসে। ঢাকা কলেজের নেতাকর্মীদের সরে যেতে বলেন জসীম উদদীন হল শাখার নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় আহত হন লেখক ভট্টাচার্য। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

আহত অপর নেতাকর্মীরা হলেন— জুবায়ের, মাহবুব, শিমুল, জহির, অপু, রোমান, গালিব, সালমান-১, সালমান-২, আলামিন, আবু, সুমন, শিশির খান ও নোমান। তাদের মধ্যে চারজন মাথায় আঘাত পেয়েছেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন হাসপাতালে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news