বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : বাউল ছদ্মবেশে ঘুরে বেড়াতো দেশের বিভিন্ন প্রান্তে। নিজেকে আড়াল করতে পরিচয় গোপন করে বাউল বেশে ঘুরে বেড়াতো সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ফেরারি আসামি ও ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। অবশেষে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার রাতে সেলিম ফকিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

র‍্যাব মুখপাত্র বলেন, দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন সে।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Scroll to Top