IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেলকুচি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুলের নির্বাচনী পথসভাআ.লীগের পতনের আগে বিএনপি কোন নির্বাচনে যাবে না : আমিনুল‘দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক নয়’উত্তেজনায় ইরান ইসরাইলবিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি চক্রবর্তীনন্দীগ্রামে এক রাতে ৪ গরু চুরিশিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিন ছুটি ঘোষণাহজ প্যাকেজের খরচ কমলোফের অনলাইনে বদলি আবেদনের সুযোগ প্রাথমিক শিক্ষকদেরআরও তিন দিন থাকবে তাপপ্রবাহভোটে হেরে ডিপজলকে নিয়ে যা বললেন নিপুণবাড়তে পারে তেলের দামইসরায়েলে হামলার বিষয়ে যা জানাল ইরানবগুড়া-৪ আসনের সাবেক এমপির শুভেচ্ছা বিনিময়বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> কি ঘটেছিলো আজকের দিনে

কি ঘটেছিলো আজকের দিনে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৯ সেপ্টেম্বর, ২০২১, সোমবার। ২৫ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

০৫৭২ – তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।

১৭৯১ – প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।

১৮৫০ – ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।

১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।

১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।

১৯৪৫ – চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পন করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।

১৯৪৮ – পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ পানি চুক্তি স্বাক্ষর।

১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।

১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।

১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ – পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

২০০৫ – মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

জন্ম:

০২১৪ – আউরেলিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।

০৩৮৪ – হ্নোরিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৭৫৪ – উইলিয়াম ব্লিঘ, তিনি ছিলেন ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।

১৮২৮ – ল্যেভ তল্স্তোয়, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও নাট্যকার।

১৮৫০ – ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, তিনি ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।

১৮৭২ – সরলা দেবী চৌধুরানী, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।

১৮৮২ – অনুরূপা দেবী, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।

১৯০০ – জেমস হিল্টন, তিনি ছিলেন ইংরেজ উপন্যাসিক।

১৯২২ – হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৩ – ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।

১৯৩৪ – নিকোলাস লিভারপুল, তিনি ছিলেন ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৪১ – ডেনিস রিচি, তিনি মার্কিন প্রোগ্রামার, কম্পিটার বিজ্ঞানী ও সি প্রোগ্রামিং ভাষার জনক।

১৯৪৯ – সুসিলো বামবাং ইয়ুধনো, তিনি ইন্দোনেশীয় জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৬০ – হিউ গ্রান্ট, তিনি ইংরেজ অভিনেতা ও প্রযোজক।

১৯৬৬ – আডাম সান্ডলের, তিনি আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯৬৭ – অক্ষয় কুমার, তিনি ভারতীয় অভিনেতা।

১৯৭৬ – এমা ডি কোনাস, তিনি ফরাসি অভিনেত্রী।

১৯৮০ – মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৩ – ভিটোলো, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ – জোসোয়া হের্ডম্যান, তিনি ইংলিশ অভিনেতা।

১৯৮৮ – ম্যানুয়েলা আরবেলায়েজ, তিনি কলাম্বিয়ান মডেল।

১৯৮৮ – দানিয়ালো ডি’আম্ব্রোসিও, তিনি ইতালিয়ান ফুটবলার।

১৯৯১ – অস্কার দোস সান্তোস জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু:

১০৮৭ – প্রথম উইলিয়াম (ইংল্যান্ড), তিনি ছিলেন ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৪৩৮ – এডওয়ার্ড, তিনি ছিলেন পর্তুগালের রাজা।

১৪৮৭ – চ্যেংগুয়া, তিনি ছিলেন চীনের সম্রাট।

১৫৬৯ – পিটার ব্রুয়েগেল এল্ডার, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।

১৮৯১ – জুলস গ্রেভয়, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৮৯৮ – স্টেফানে মালার্মের, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।

১৯০১ – অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, তিনি ছিলেন উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৩৯ – ইউ উত্তামা, তিনি ছিলেন বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।

১৯৪১ – হান্স স্পেম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান করে প্রতিদিন।

১৯৬৮ – অশোক বড়ুয়া, তিনি ছিলেন বাঙালি লেখক।

১৯৭৬ – মাও সে তুং, তিনি ছিলেন চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।

১৯৮৫ – পল জন ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৯৭ – বার্গেস মেরেডিথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

২০০১ – আহমেদ শাহ মাসুদ, তিনি ছিলেন আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।

২০১৪ – ফিরোজা বেগম, বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news