ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, সৌদি আরব সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে তাতে তারা বিনা শাস্তিতে পারবে না। একই সঙ্গে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের এই হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতার কঠোর নিন্দা জানানো হয়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যারা এই গণহত্যার সময় নীরবতা পালন করছে তারা যেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার সময় চিৎকার না করে।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, দেশের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের ওপর হামলা করার মানে হচ্ছে- তারা আরো বর্বরতা চালাবে এবং এই খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় সে জন্য তারা তাদের মিত্র ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার মতো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের হত্যাযজ্ঞ সত্ত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আগের মতোই ব্যর্থ হবে। পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনে সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সর্বশক্তি নিয়োগ করে তাদের অপরাধযজ্ঞের জবাব দেবে।
সৌদি আরব এবং তার মিত্ররা গতকাল দিনের প্রথমভাগে সা’দা এবং হুদাইদা শহরে বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর মধ্যে সা’দা শহরে শুধুমাত্র একটি হামলায় ৭৬ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন। এই হামলার বিরুদ্ধে রাজধানী সানাসহ বিভিন্ন শহরে লোকজন বিক্ষোভ করেছে।