ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শাপলাচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আপন (২২) নগরীর আনছারী মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় বুলু মিয়ার মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, আপন গ্যারেজে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।