ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার আজ তৃতীয় দিন। তিন দিক থেকে রুশ সেনাবাহিনী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সর্বদা আপডেট দিচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দারা।
স্থানীয় সময় শনিবার সংস্থাটি তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, রাশিয়ার বিশাল সেনাবাহিনী রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৮ মাইল দূরে আছে (৩০ কিলোমিটার)।
গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়াকে সতর্ক করে বলেছে, কিয়েভে অগ্রসর হওয়ার পথে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক হতাহতের শিকার হবে; রাশিয়া যা অনুমান করছে তার থেকেও বেশি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের আকাশসীমায় রাশিয়া এখনো শক্ত অবস্থান নিতে পারেনি। এই কারণে রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্ষমতা ব্যাপকভাবে কমছে। দেশজুড়ে ইউক্রেনের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেও গোয়েন্দা তথ্যে বলা হয়েছে।
সূত্র: সিএনএন