ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আজ টাইগারদের মিশন আফগানদের হোয়াইটওয়াশ করা।
সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানকে চার উইকেটে হারায় বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে আফগানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
হোয়াইটওয়াশের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বিপরীতে এক পরিবর্তন আফগান দলে। ফারিদ আহমেদের জায়গায় খেলছেন গুলবাদিন নাইব।


