ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে সুতারপার এলাকায় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশের গলায় রশি পেচাঁনো অবস্থায় পাওয়া গেছে। তবে লাশের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, সকাল সাড়ে ৭টায় দিকে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় গলায় রশি দিয়ে পেচাঁনো অজ্ঞাত লাশটি দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির গলায় রশি ও মুখোমণ্ডল রক্তাত ছিল। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা করছেন বলেও জানান তিনি।