ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দুইশর নিচে নেমে এসেছে। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।
শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে আরও ১৯৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।