ধূমকেতু নিউজ ডেস্ক : একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ঢাকায় এসেছিলেন বলিউড তারকা সানি লিওন। ওই অনুষ্ঠানে অন্যান্য ঢালিউড, বলিউড ও টলিউড তারকাদের সঙ্গে অংশ নেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি সানি লিওনের সঙ্গে কথা বলেছেন, আবার একটু ড্যান্সও করে নিয়েছেন।
সেই উচ্ছ্বাস গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন দীঘি। তিনি বলেন, ‘সানি লিওনতো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন- ইয়েস, সিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’
বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তোলেন দীঘি। সেই মুহূর্তের কথা জানিয়ে এই তরুণী বলেন, ‘তার মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি খুবই ভালো, খুবই লক্ষ্মী।’ দীঘির ভাষ্য, ‘এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন।’