ধূমকেতু নিউজ ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্র নাথ মণ্ডল (৭০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুই দিনমজুর। হত্যার পর ব্যবসায়ীর স্ত্রীর কাছে মাছ বিক্রির ১ লাখ টাকা চায় তারা।
শনিবার রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘের ব্যবসায়ী শৈলেনের কাছে থাকা নগদ এক লাখ টাকা লুট করতে ওই দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
নিহত শৈলেন্দ্র নাথ মণ্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামের মহেন্দ্র নাথ মণ্ডলের ছেলে।
গ্রেফতাররা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের সুকেশ হালদারের ছেলে সুব্রত হালদার (২৭) ও একই গ্রামের জ্যোতিষ মণ্ডলের ছেলে অপূর্ব মণ্ডল (১৯)।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম দুপুরে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার চিতলমারী উপজেলার খিলিগাঁতি গ্রামের ঘের মালিক শৈলেন্দ্র নাথ মণ্ডল পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার জনেরহাট (দিনমজুরের হাট) থেকে দুইজন দিনমজুরকে তার মাছের ঘেরে কাজ করার জন্য নিজের বাড়িতে নিয়ে যান। সেই থেকে তারা ওই বাড়িতে কাজ করে আসছিল।
শনিবার তিনি তার ঘের থেকে মাছ ধরে স্থানীয় ফলতিতা বটতলা মাছের আড়তে তা এক লাখ টাকায় বিক্রি করেন। ওইদিন রাতে তার বাড়িতে কাজে আসা ওই দুই দিনমজুর মাছের ঘেরে বসে মাছ বিক্রির এক লাখ টাকা চায় মনিন্দ্রের কাছে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তারা দুইজনে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে হত্যা করে ধান ক্ষেতে লাশটি ফেলে রাখে। এর পর তারা দুইজন শৈলেন্দ্রের স্ত্রীর কাছে বাড়িতে গচ্ছিত রাখা টাকা চাইলে শৈলেনের স্ত্রী ডাকচিৎকার শুরু করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
এসএম আশরাফুল আলম বলেন, রোববার পুলিশ ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে ঘের ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে। রোববার সকালে পুলিশের একাধিক দল স্থানীয় লোকজনকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুব্রত ও অপূর্বকে গ্রেফতার করেছে। তারা মাছ বিক্রির এক লাখ টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা দায়ের হয়েছে।