ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম ইপিজেড এলাকায় লরির ধাক্কায় রিকশা আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে বন্দরটিলার শাহ প্লাজা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)।
এ ঘটনায় আবু সালেহ স্ত্রী, আরেক ছেলে এবং রিকশাচালক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ওসি (তদন্ত) নুরুল হুদা।
তিনি জানান, পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশা যোগে বে শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌঁছলে পিছন থেকে একটি কন্টেইনারবাহী লরি রিকশাটিকে চাপা দেয়, এতে রিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন।
স্থানীয় জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।