ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন এলাকার জনজীবন। আক্রান্ত শহরগুলোর মধ্যেও ইউক্রেনের রাজধানী কিয়েভও আছে। সেই যুদ্ধাবস্থার মধ্যেই কিয়েভ সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
আকস্মিক এই ভ্রমণে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঘুরে বেরিয়েছেন বরিস জনসন। এসময় পথচারীদের সাথে কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ইউক্রেনের পাশে দাঁড়ানোর পদক্ষেপ হিসেবে শনিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news