ধূমকেতু নিউজ ডেস্ক : রাতের আঁধারে রাস্তায় ঘুরতে বের হয়ে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান উল্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) রাতে মাদারীপুরের কালকিনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রমজান হোসেন (১১) ও মো. রিফাত (১২)। তারা মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। রমজান হোসেন উপজেলার চরদৌলতখান এলাকার জামাল হোসেনের ছেলে ও মো. রিফাত উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
হাসপাতাল ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর ভ্যানে করে ঘুরতে বের হয় তিন বন্ধু রমজান হোসেন, মো. রিফাত ও ইব্রাহীম। এ সময় ইব্রাহীম ভ্যান চালাচ্ছিল। তারা ভবানীপুর প্রধান সড়কে পৌঁছালে দুটি কুকুর হঠাৎ দৌড়ে এসে তাদের ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে চলন্ত ভ্যানটি উল্টে খাদে পড়ে তিন বন্ধুই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।