ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বিবিএস ক্যাবল কারখানায় ক্রেনের পায়া নামাতে গিয়ে নাসির উদ্দিন আকন্দ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার উদয়তারা গ্রামের সেকান্দর আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই আমজাদ হোসেন জানান, তেলিহাটি এলাকায় জায়গা কিনে বসবাস করতেন নাসির উদ্দিন। সে তেলিহাটি এলাকার বিবিএস ক্যাবল কারখানায় শ্রমিকের চাকরি করতেন। সন্ধ্যায় ইফতারির পর ক্রেনের পায়া নামাতে গিয়ে অসাবধানতা বশত ওই ক্রেনের পায়ার নিচে চাপা পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।