ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কভাতে ইউক্রেনের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।
শুক্রবার পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। এটি রাশিয়ার জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছে পেন্টাগন। খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের কর্মকর্তা এএফপিকে বলেন, আমরা জানতে পেরেছি যুদ্ধজাহাজটিতে দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আমরা বিশ্বাস করি হামলার পর হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজন তা বলা কঠিন।
পেন্টাগনের কর্মকর্তা জানান, রুশ জাহাজ দ্বারা মস্কভা থেকে জীবিতদের উদ্ধার করা হয়েছে।
রাশিয়াও বলেছে যে মস্কভার ক্রুদের কাছাকাছি জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের মস্কভা নামে রণতরীটি টেনে বন্দরে নেওয়ার সময় ডুবে গেছে। ইউক্রেন দাবি করেছে, তাদের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় এই রাশিয়ান যুদ্ধজাহাজ।