ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী বিমান থেকে হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে ব্রোভারি শহরে অবস্থিত একটি গোলাবারুদ তৈরীর কারখানা ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ আজ (রোববার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, গতরাত থেকে রুশ সেনাবাহিনী ৬৮টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তার মধ্যে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ছিল। এছাড়া, ধ্বংস হওয়া সামরিক স্থাপনার তালিকায় কয়েকটি অস্ত্র গুদাম রয়েছে।
রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ইউক্রেনের সেনারা হামলা চালানোর পর মস্কো রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলে হামলা জোরদার করেছে। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।
ইউক্রেনের সেনাবাহিনীকে নিরস্ত্র করা এবং দেশটিকে সামরিকভাবে নিরপেক্ষ করার লক্ষ্য নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করে। রাশিয়া দাবি করছে তাদের পরিকল্পনা মতো এ অভিযান এগিয়ে চলেছে।