ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ওসমান আলী (৪৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে আবাদপুকুর চার মাথার অদুরে এদূর্ঘটনা ঘটলে রাতে মারা যান তিনি। নিহত ওসমান উপজেলার একডালা ইউনিয়নের জামালকুড়ি গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওসমান আলী সোমবার বিকেলে সিমেন্টের টিন নিয়ে ভ্যান যোগে আবাদপুকুর থেকে বাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় চারমাথা মোড়ের অদুরে পৌঁছলে ভ্যানে বোঝাই করা টিন এলোমেলো হয়ে যায়। এসময় ভ্যান থেকে নেমে টিনের নিচে ঠেস দেয়ার জন্য রাস্তার পাশ থেকে খড়কুটো নিয়ে ভ্যানের দিকে এগোতে থাকলে বিপরিত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে স্ব-জোরে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।