সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে চাঁদনী (৫) ও মেলু (৬) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা মালি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের ইয়াসিন আলি ও মনি মালির মেয়ে।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চাঁদনী ও মেলু দুই শিশু বাড়ির পাশের উঠোনে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।