ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ভিতরে একটি নতুন ইউনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
তিনি বলেন, কালিয়াকৈর ও মির্জাপুর, সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে কারখানার মানবসম্পদ বিভাগের (এইচআর) নির্বাহী ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যে ইউনিটে আগুন লেগেছে, সেখানে স্যালাইন তৈরি হত। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তবে সময়মত সবাই বের হয়ে আসতে পারায় হতাহতের ঘটনা ঘটেনি।