ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিথী বেগম (২২), সে ঐ গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, একই উপজেলার আত্তাবনগর গ্রামের বেল্লাল উদ্দিনের মেয়ে বিথীকে প্রায় ৪ বছর আগে বিয়ে করেন মোশাররফ হোসেন। তাঁদের ঘরে কোনো বাচ্চা নেই। রোববার দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুঁলতে দেখেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে।