তানোরে তাল গাছে শিক্ষকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে তাল গাছে উঠে ডাল কাটার সময় গাছেই মৃত্যু হয়েছে এক অবসর প্রাপ্ত শিক্ষকের।
ওই শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৬২) তিনি তানোর পৌর এলাকার তালন্দ উপর পাড়া গ্রামের মৃত তহির মন্ডলের পুত্র এবং বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
শুক্রবার সকাল ৮টার দিকে তিনি তার বাড়ির পার্শের নিজ তাল গাছে বাঁশ দিয়ে গাছে উঠে গাছে ও মাজায় দড়ি বেধে গাছের ডাল কাটছিলেন।
এসময় ডাল গুলো এসে তার মুখে পড়লে মেরুডন্ড ভেঙ্গে তার শরীর পেছনে উল্টে যায়। এসময় গাছেই তার মৃত্যু হয়। এসময় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পরে তার পরিবারের লোকজন এ অবস্থা দেখে গ্রামবাসীসহ পুলিশে খবর দিলে পুলিশ তাল লাশ উদ্ধার করেন এবং কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হলে বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।