ধূমকেতু নিউজ ডেস্ক : পদ্মা সেতু উদ্বোধনের দিন টাঙ্গাইল কারাগারের দেড় হাজার কয়েদি ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭০০ রোগীকে উন্নত মানের খাবার দেওয়া হবে।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের শিশু ও বাসিন্দাদের মাঝে উন্নত মানের খাবার এবং নতুন পোশাক বিতরণ করা হবে। সকালে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখার আয়োজন, দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালে ফুটবল খেলা ও রাতে আতশবাজির আয়োজন করা হবে।
রোববার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জেলাপর্যায়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান।
জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক অদ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শরফুদ্দীন প্রমুখ।