ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুন) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাগুরশহর কাইতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বিদ্যুত কর্মী ব্যক্তি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকার নারায়নচন্দ্র দাসের ছেলে মদন কুমার (৩৮)। সে পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সে আড্ডা-সাপাহার আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তার অফিসে যাওয়ার পথে পার্বতীপুর ইউনিয়নের মাগুরশহর কাইতপুকুর এলাকায় প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ঘটনাস্থলে প্রাইভেটকারটি জনতা আটক করলেও চালক পলাতক রয়েছে।