ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ফের দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বালুখালী মধুরছড়া এলাকার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ শাহ ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হলো।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকায় মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান তার স্বামী। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সাধারণ রোহিঙ্গারা দাবি করছেন, মাস্টার মুন্না গ্রুপের লোকজনই মোহাম্মদ শাহকে হত্যা করেছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। কারা কী কারণে হত্যা করেছেন এখনো জানা যায়নি। তদন্ত চলছে।