ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে সনি (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৩ জুন) রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ওই যুবককের লাশ উদ্ধার করে।ওই যুবক উপজেলার চৌডালা ইউনিয়নের ফুটবল মাঠ এলাকার সাখাওয়াত হোসেন (সাক্কুর) ছেলে ।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চৌডালা ফুটবলমাঠ এলাকার মহানন্দা নদীতে গোসলে নেমে সে পানিতে ডুবে যায়। ওইদিন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভুগছিল। বুধবার দুপুরে সে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।