ধূমকেতু নিউজ ডেস্ক : বন্দুক হামলা মহামারি রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে ভয়ংকর বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জনের প্রাণ গেছে।
তার কয়েক দিন আগে নিউইয়র্কের বাফেলোয় একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। এমনসব ঘটনায় বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার জোর দাবি ওঠে যুক্তরাষ্ট্রে।
সেই দাবি মেনেই প্রায় ৩০ বছর পর মার্কিন সিনেটে নতুন অস্ত্র বা বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে।
বিলটি অনুযায়ী, ২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বেচার ক্ষেত্রে তাদের পারিবারিক ইতিহাস ঘেঁটে ও যাচাই করে নিতে হবে। মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির জন্য এবং স্কুলের নিরাপত্তা বাড়াতে ১ হাজার ৫০০ কোটি ডলার পরিমাণ কেন্দ্রীয় তহবিল বরাদ্দের কথা বলা হয়েছে বিলে।
এ ছাড়া হুমকি বলে বিবেচিত মানুষদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নিতে ‘রেড ফ্ল্যাগ’ আইন বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্যগুলোকে উদ্বুদ্ধ করতে তহবিল বরাদ্দেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে বিলটি আইনে পরিণত করতে গেলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পেতে হবে। তারপর প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের মাধ্যমে আইনে পরিণত হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।