ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের এক পাশের দর্শক স্ট্যান্ড ধসে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক।
স্থানীয় সময় রোববার (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা যায়, কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। দেশটির তোলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজনের অংশ ছিল এটি। দেশটির ঐতিহ্যবাহী এই আয়োজন ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করেন। এবার খেলা চলাকালীনই স্টেডিয়ামের এক পাশের কাঠের স্ট্যান্ড ভেঙেই হতাহতের ঘটনা ঘটে।
কলম্বিয়ার স্থানীয় একটি রেডিওর টুইটার একাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, খেলা চলার সময় দর্শকবোঝাই তিনতলাবিশিষ্ট কাঠের কাঠামোটি হঠাৎই ভেঙে পড়ে।
তোলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানান, নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ এবং একটি শিশুও রয়েছে। এছাড়া অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ফার্নান্দো ভেলেজ জানিয়েছেন, তারা এখনও নিশ্চিত নন যে ঠিক কতজন লোক ধ্বংসাবশেষে চাপা পড়েছে। খেলা চলার সময় স্ট্যান্ডটি দর্শকে পরিপূর্ণ ছিল।
এদিকে এ দুর্ঘটনার পরই দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মানুষ বা প্রাণীর মৃত্যু হয় এমন অনুষ্ঠানের অনুমতি না দিতে আমি মেয়রদের অনুরোধ করছি।