ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে ভারতের পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে ওই ছয় বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন। সে সময় সেখানে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের দেখতে পান।
আটকের পর বিএসএফ তাদের স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়। কী কারণে তাঁরা সীমান্ত পার হচ্ছিলেন তা এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢুকছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেন।